• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

দুর্ঘটনা

চোরাই পথে কয়লা আনতে গিয়ে গুহার মাটি চাপা পড়ে কিশোরের মৃত্যু

  • ''
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দিয়ে ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে কয়লা গুহার মাটি চাপা পড়ে সুমন মিয়া(২২) এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টায় উপজেলার লাকমা সীমান্তে ভারতের কয়লা গুহায় এ ঘটনাটি ঘটে। এর পূর্ব একেই ভাবে চোরাই পথে কয়লা আন্তে গিয়ে মৃতুর ঘটনা ঘটেছে।

নিহত সুমন মিয়া উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা পশ্চিমপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার লাকমা সীমান্ত এলাকা ১২৯৭ পিলার দিয়ে প্রতিদিনের ন্যায় পুলিশ বিজিবির সোর্স পরিচয়ধারী আবুল কালামসহ কয়েকজন ব্যক্তি শুক্রবার সকালে নিহত সুমন মিয়াসহ শতাধিক লোক চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে যায়। কয়লার বস্তা ভর্তি করার জন্য গুহার ভিতরে প্রবেশ করে তারা। হঠাৎ করে গুহার উপর থেকে মাটি ভেঙ্গে পড়ে। এ সময় গুহার ভিতর থেকে সবাই বের হতে পারলেও সুমন মিয়া মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অনেক চেষ্টা করে তার সাথে থাকা সহযোগিরা তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে।

এ ব্যাপারে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের দ্বায়িত্বপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে একটি ছেলে মারা গেছে। সীমান্তের চোরাচালান রোধে এখন থেকে ওই এলাকায় আমরা টহল বৃদ্ধি করবো।

তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আমি সদ্য এ থানায় যোগদান করেছি। আমার থানা এলাকায় কোন ধরনের চোরাচালানকে প্রশ্রয় দেওয়া হবেনা।

অনুসন্ধানে জানাযায়,সম্প্রতি চোরাই পথে কয়লা আনতে গিয়ে লাউড়েরগড় সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় এক যুবক। গত ৫ই আগষ্ট চোরাই পথে কয়লা আনতে গিয়ে কয়লা কোয়ারিতে পাথর চাপায় মৃত্যু হয় ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের আব্দুন নূরের ছেলে আক্তার হোসেন(১৮)। গত কয়েকদিন আগে জঙ্গলবাড়ি সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে কয়লা আনতে গিয়ে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয় সানবাড়ি গ্রামের এক যুবক। গত ০৩/১০/২৩ ইং মঙ্গলবার চোরাই পথে কয়লা আনতে গিয়ে বিএসএফের তাড়া খেয়ে পাথর চাপায় গুরুতর আহত হয় রজনীলাইন গ্রামের নজরুল ইসলামের ছেলে আসগর আলী(৩৮)। এছাড়াও ২০২২সালে ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে কয়লার গুহায় মাটি চাপা পড়ে ৩ বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয় এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ৫ বাংলাদেশী যুবক আটক হয়েছে বলে জানাযায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads